Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের সম্পর্কে

গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গাইবান্ধা কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য । এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

১৯৬৫ সালে দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাত্র দুইটি বিষয়ে বেসিক কোর্স তিন মাস এবং ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়ার জন্য গাইবান্ধা ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিউট স্থাপন করা হয়। পরবর্তিতে ১৯৯৭ সালে কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে এসএসসি (ভোকেশনাল) পাঠদান কার্যক্রম চালু হয়। ২০০১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,গাইবান্ধা । তখন থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। সর্বশেষ সংকলন হিসেবে ২০১৬ সাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং ২০২১-২২ শিক্ষাবর্ষ হতে প্রি ভোকেশনাল- ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়।